রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা ঘাট বেড়িবাঁধে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৮ বছর।

রোববার (৩১ মার্চ) দুপুর বারোটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তানভীর জানান, আজ বেলা ১১টার দিকে মাদ্রাসা ঘাট বেড়িবাঁধ দিয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল ওই শিশুটি। তখন দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে। 

এসএএ/জেডএস