বিদায় সাক্ষাতের জন্য ঢাকায় আসছেন নিউজিল্যান্ডের হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত দিল্লিস্থ নিউজিল্যান্ডের ‘অনাবাসিক’ হাইকমিশনার ডেভিড পাইন দুই দিনের সফরে মঙ্গলবার (২ মার্চ) ঢাকা সফরে আসছেন। বিদায়ী সাক্ষাতের জন্য হাইকমিশনার ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার ঢাকায় আসবেন বিদায়ী হাইকমিশনার ডেভিড পাইন। ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন পাইন। এছাড়া হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন।
পেশাদার কূটনীতিক পাইন ভারতে নিউজিল্যান্ডের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘সমদূরবর্তী’ হাইকমিশনার হিসেবে বাংলাদেশ এবং নেপালের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
কূটনীতিক পাইন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত মালয়েশিয়া এবং ব্রুনাইয়ে নিউজিল্যান্ডের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, বাংলাদেশে নিউজিল্যান্ডের কোনো হাইকমিশন নেই। দেশটি দিল্লির হাইকমিশন থেকে বাংলাদেশের দেখভাল করে থাকে।
এনআই/জেডএস