হ্যাক হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসিয়াল ফেসবুক পেজ।

সোমবার (১ এপ্রিল) বিপিডিবির জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। হ্যাকার বর্তমানে পেজটিতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট প্রদর্শিত করে রেখেছে। কর্তৃপক্ষ এরইমধ্যে পেজটি পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। 

খুব শিগগিরই বিউবোর ফেসবুক পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

ওএফএ/জেডএস