খালের সামগ্রিক ব্যবস্থাপনায় ডিএনসিসির টাস্কফোর্স কমিটি
নিজেদের আওতাধীন খালগুলোর সীমানা নির্ধারণ, পরিবেশ উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে ১৭ সদস্যের একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এ কমিটি গঠন করেন।
বিজ্ঞাপন
সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, এ কমিটি মূলত খালের সীমানা অর্থাৎ সিএস ও এমএস নির্ধারণের বিষয়ে করণীয় ও সুপারিশ নিয়ে কাজ করবে। পাশাপাশি বিদ্যমান ড্রেনেজ মাস্টার প্ল্যানের হালনাগাদকরণ, খাস জমি কীভাবে ব্যবহৃত হবে এবং খালগুলোর নব্যতা নিশ্চিত করতে কী কী করণীয় সে বিষয়গুলো নির্ধারণ করবে এ কমিটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে।
বাকি সদস্যরা হলেন– ১৮টি ওয়ার্ডের প্রকল্পের প্রতিনিধি, ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রতিনিধি, জাতীয় নদীর রক্ষা কমিশনের প্রতিনিধি, ঢাকা ওয়াসার প্রতিনিধি, রাজউকের প্রতিনিধি, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ডিএনসিসির আইন কর্মকর্তা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুজিবুর রহমান, নোঙর বাংলাদেশের সভাপতি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ডিএনসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, বুয়েটের অধ্যাপক ড. আতাউর রহমান, বিআইডব্লিউটিএর প্রতিনিধি, ডিএনসিসির ড্রেনেজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি।
এএসএস/এসএসএইচ