অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে গ্রিসের বাংলাদেশ দূতাবাস
গ্রিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এথেন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি দল বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির ওলগা অঞ্চলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আবাসস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গ্রিসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
গত ২৪ ডিসেম্বর গ্রীসের ওলগা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন প্রবাসী বাংলাদেশি কৃষি শ্রমিকের অস্থায়ী আবাসস্থল পুড়ে যায়। ঘটনার সময় কৃষি ক্ষেতে থাকায় প্রাণে বেঁচে যান প্রবাসী শ্রমিকরা। তবে আগুনে তাদের টাকা পয়সা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ সবকিছু ভস্ম হয়ে যায়। ঘটনার পর স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মধ্যে পোশাক, খাদ্য ও পানি বিতরণ করে গ্রিসের বাংলাদেশ দূতাবাস।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনের সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিনা ফি’তে পুনরায় পাসর্পোট প্রদানসহ সার্বিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান প্রবাসী বাংলাদেশিরা। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. খালেদ ও কাউন্সেলর সুজন দেবনাথ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পরে দূতাবাস ও গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দের সহায়তায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পোশাক, চাল, ডাল, তেল, লেপ-কম্বল, চুলা, রান্নার সরঞ্জামসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় পিনিয়স, ইলিয়া এলাকার মেয়র আন্ড্রেয়াস মারিনোসের সঙ্গে অগ্নি দুর্ঘটনা ও এর থেকে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ জানান তিনি।
এনআই/টিএম