ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১ এর সনি সিনেমা হলের পাশে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা কিশোর হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ভাসমান ও মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার  (১৯ এপ্রিল) শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহম্মদ।

তিনি জানান, গ্রেপ্তার সবার বয়স ১৮ বছরের কম। তারা ভাসমান জীবনযাপন করে। মেয়ে শিশুটি পরিবারের সঙ্গে রূপনগর এলাকায় বাস করে। গত বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। শুক্রবার সনি সিনেমা হলের কাছে একটি ঝোপের মধ্যে গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়। পথচারীরা এ অবস্থা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে মিরপুর মডেল থানার পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। মেয়েটি বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

এমএসি/জেডএস