বিদ্যুৎ খাতের অর্জনের বিষয়ে জানাল সংসদীয় কমিটি
বিদ্যুৎ খাতের অর্জনের বিষয়ে প্রথম বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানানো হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাস্তবায়ন হওয়া সব প্রকল্পের বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
রোববার (২১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মু. জিয়াউর রহমান এমপি। কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগর এমপি, তানভীর শাকিল জয় এমপি, সেলিম মাহমুদ এমপি, আব্দুর রউফ এমপি, মো. ওমর ফারুক এমপি এবং কানন আরা বেগম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং কুরআন তেলাওয়াত করা হয়।
বিজ্ঞাপন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়। বৈঠকে ২০০৯ সালকে ভিত্তি বছর ধরে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে অর্জনের তুলনামূলক চিত্র তুলে ধরা হয় এবং ২০২৩-২০২৪ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের আওতাধীন নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে সার্বিকভাবে আলোচনা হয়।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সব শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এসআর/জেডএস