চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে আমিনুল কবির রানা নামে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে অপহরণ করে বলে দাবি করেছে পরিবার। 

৮-১০ জন লোক মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। 

আমানুল কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বলে জানা গেছে।

আমিনুলের ভাই এম সাইফুল কবীর শান্ত ঢাকা পোস্টকে বলেন, ‘আমার মেজ ভাই মগনামা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আমিনুল কবির রানাকে আনুমানিক ৭টার সময় চট্টগ্রাম বহাদ্দার হাট থেকে ৮-১০ জন লোক একটি মাইক্রোবাসে এসে তুলে নিয়ে গেছে। এখনো পর্যন্ত মেজ ভাই কোথায় আছে কোনও খবর পাচ্ছি না।’

সাইফুল কবীর শান্ত বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে তিনি আমাকে কল দিয়ে বলেন, ‘সাইফুল আমাকে ৮-১০ লোক এসে একটা মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছে।’ এরপর প্রায় একঘণ্টা পর্যন্ত কল গেছে। এরমধ্যে একবার কল রিসিভ করে আর কল দিতে নিষেধ করে ওরা। এরপর আর কোনও যোগাযোগ হয়নি। কোথায় আছে সেটাও জানি না।’

থানায় অবহিত করা ও অপহরণের শিকার আমিনুলের সঙ্গে কারও বিরোধ আছে কি না জানতে চাইলে সাইফুল বলেন, ‘মেজ ভাইয়ের সঙ্গে কারও বিরোধ নেই। সম্প্রতি হয়েছে কি না জানি না। আমরা থানায় যাচ্ছি।’

আরএমএন/এমএসএ