বনানীতে বাসে আগুন, মোটরসাইকেল চালকের মৃত্যু
রাজধানীর বনানী এলাকায় নৌবাহিনীর সদর দপ্তরের সামনে বাসের নিচে ঢুকে পড়া মোটরসাইকেলের চালক মারা গেছেন।
শনিবার (২৮ এপ্রিল) রাতে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক জানান, নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় জানা যায়নি। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে হাসপাতালে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, শনিবার বনানীতে বাস ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেলটি। এতে বাসে আগুন ধরে যায়। পরে মোটরসাইকেলের চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।
এমএসি/জেডএস