অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী
গত মাসে (২২ মার্চ) কক্সবাজারের রামু উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ এপ্রিল) কক্সবাজারের রামু উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ৮ (ওয়েস্ট)-এ রমজান মাস উপলক্ষে আগুনে ক্ষতিগ্রস্ত এক হাজার ৫৭৬ জনের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে টাস্কফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক আগুনে ক্ষতিগ্রস্ত এফডিএমএন পরিবারদের ১০ কেজি চাল এবং দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদানের কার্যক্রম নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) রোহিঙ্গা ক্যাম্প ৮ (ওয়েস্ট)-এ সর্বমোট এক হাজার ৫৭৬ জনের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
গত ২২ মার্চ কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত এফডিএমএন ক্যাম্প ৮ (ইস্ট), ৮ (ওয়েস্ট) এবং ক্যাম্প ৯-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নি দুর্ঘটনায় ক্যাম্প ৮(ইস্ট)-এর এক হাজার ৫৭৮টি, ক্যাম্প ৮ (ওয়েস্ট)-এর দুই হাজার ৬৫২টি এবং ক্যাম্প ৯ এর পাঁচ হাজার ৯৮৭টি ঘরবাড়ি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের অধীন উখিয়া, বালুখালী এবং পালংখালী আর্মি ক্যাম্পসমূহ থেকে যৌথবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা নেয়।
পরে অগ্নি দুর্ঘটনার ব্যাপকতা বিবেচনায় রামু সেনানিবাস থেকে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফায়ার ক্রাস টেন্ডার, একটি বড় ওয়াটার বাউজার, সাতটি ওয়াটার ট্রেলার, দুটি অ্যাম্বুলেন্স এবং দুটি মেডিকেল টিম ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়।
এমএসি/আরএইচ/জেএস