শাহজাহানপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর।
সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে খিলগাঁও রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান ওই যুবক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, গতরাতে শাহজাহানপুর থানার খিলগাঁও রেল গেটের রেললাইন দিয়ে অসতর্কভাবে পার হচ্ছিল ছিল ওই যুবকটি। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের ওসেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবকটি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে শাহজাহানপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে হাসপাতালে আনা হয়। পরে ওসেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএসএ