চট্টগ্রামে করোনায় আরও চারজনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৮ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৪৫ জন।
বুধবার (২৮এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১৬৬২টি নমুনা পরীক্ষা করে ২০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রামে নগরীর ১৬৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৪৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ৭৪৩ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৮০২ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৫০৮ জন। এর মধ্যে নগরীর ৩৭৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩১ জন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৯ জন।
কেএম/এসকেডি