চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে তারা কাজে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। তবে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির ঢাকা পোস্টকে বলেন, মেডিকেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
তিনি বলেন, কর্মবিরতির ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকরা কিছু বলেননি। আমি বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক আছে।
বিজ্ঞাপন
তবে, হাসপাতালের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ কর্মবিরতি পালন করছেন। ইন্টার্ন চিকিৎসক নেতাদের ফোন দিলেও রিসিভ করেননি।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রানা নামে একজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করা হয়। এর প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ কর্মবিরতি পালন করছেন। ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আরেক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
চমেক হাসপাতালের পরিচালক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির বলেন, মঙ্গলবার ছাত্রদের মধ্যে যে ঝামেলা হয়েছে তা নিয়ে বুধবার দুপুর একটায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ছাত্রদের দুই গ্রুপের প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত থাকবেন।
কেএম/এইচকে