রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারির দেওয়াল ধসে পড়ে মো. দাউদ সরকার (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাউদ সরকার নরসিংদী সদরের চর দুগুনী গ্রামের গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়ায় ভাড়া থাকতেন। 

নিহতের ভাগ্নি সাদিয়া জানান, আমার মামা এলাকায় মুদি ব্যবসা করেন। বেশ কিছুদিন ধরে মামা কিডনির সমস্যায় ভুগছিলেন। প্রায় সময় আমি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতাম। চিকিৎসক জানিয়েছে, মামার কিডনিতে পাথর আছে। নিয়মিত ব্যায়াম করলে পাথর শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। তাই মামা প্রতিদিন বিকেলের দিকে ব্যায়াম করতে বের হতেন। আজকেও খাওয়া-দাওয়া করে বিকেলের দিকে ব্যায়াম করতে বের হয়েছিলেন তিনি। তখন এলাকার নন্দীপাড়া ত্রিমোহনী জোড়ভিটা হাজীবাড়ি সংলগ্ন নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি দেয়াল ধরে ব্যায়াম করার সময় ওই দেওয়ালটি তার ওপরে ধসে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আমার মামা। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার মামা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে।

এসএএ/এমএ