পল্টনে বোতল কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে পথশিশু আহত
রাজধানীর নয়া পল্টনে হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণে সানী (১৬) নামে এক পথশিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১১ মে) বিকেল পৌনে চারটার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
সানী চট্টগ্রামের কোতোয়ালি থানার বদ্দারহাট গ্রামের টিটু মিয়ার ছেলে। সে পল্টন এলাকায় প্লাস্টিকের বোতল কুড়ায় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরাই কিশোরকে জিজ্ঞেস করে জানতে পারি, ঘটনার সময় ওই কিশোর ফুটপাতে প্লাস্টিকের বোতল কুড়াতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে। এতে তার ডান হাতের কবজিতে জখম হয়। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।
এসএএ/পিএইচ