ফতুল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাগলা রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পথচারী ইমরাজ আহসান জানান, আজ সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনের ছাদের ওপর থেকে নিচে পড়ে যায় ওই ব্যক্তি। এতে এক পা বিচ্ছিন্ন হয়ে যায় অজ্ঞাত তার। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এমএ