রাজধানীর মিরপুরের কালশীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাগর (২৩) নামে এক পথচারী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সাগর একটি পাঞ্জাবির কারখানায় চাকরি করেন।

রোববার (১৯ মে) বিকেল ৫টার দিকে আহত অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাকিবুল মিয়া বলেন, আমরা উত্তরা থেকে আমাদের বাউনিয়া বাঁধ মিরপুর এলাকার বাসায় ফিরছিলাম। রাস্তায় দেখতে পাই ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সংঘর্ষের মাঝখানে পড়ে সে আহত হয় এবং তার বুকের ওপর থেকে রক্ত পড়তে থাকে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সাগরের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নিখরদী গ্রামে বলেও জানান রাকিবুল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এসএএ/জেডএস