শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সব শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) নামের একটি সংগঠন।
রোববার (১৯ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে যেসব শ্রমিক সংগঠন একাত্ম থাকতে পারেনি, তারা বিলীন হয়ে গেছে। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা এখনো শ্রমিকের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছেন এবং তারা এখনো বৈষম্যের শিকার, বিশেষ করে ন্যায্য মজুরি, আইনি মর্যাদা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে।
তারা বলেন, অতীতে সংঘবদ্ধ ট্রেড ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার অর্জিত হয়েছে, তাই বর্তমানেও অধিকার আদায়ে সংঘবদ্ধ ট্রেড ইউনিয়ন আন্দোলনের কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সব শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করতে হবে। বিগত এক যুগে বাংলাদেশ অভূতপূর্ব আর্থসামাজিক অগ্রগতি অর্জন করেছে, তবে এর সামান্যই এ দেশের অজস্র সাধারণ শ্রমিক পেয়েছেন, তাদের আয়-বৈষম্য বৃদ্ধিই তা অনেকাংশে বলে দেয়।
তিনি বলেন, যে ৮৫ শতাংশ মানুষের কর্মসংস্থান অপ্রাতিষ্ঠানিক খাতগুলোতে, তাদের মধ্যে ৮৫ শতাংশ না হলেও ব্যাপক সংখ্যক মানুষ শ্রমিক। এদের বেলায় শ্রম আইন, বিধিমালা, নিয়োগপত্র, নির্ধারিত মজুরি, আর্থিক সুবিধা, ছুটির ধারণা, আইনি অধিকার ও বিধি-বিধান ছুঁয়ে যায় না।
খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগে থেকে কমে গেলেও বর্তমানে দেশে মোট শ্রমিকের এক তৃতীয়াংশই কৃষি শ্রমিক। আশা করব আগামী দিনে সংশ্লিষ্ট সবাই কৃষি শ্রমিকের যৌক্তিক দাবিগুলো জোরদারভাবে উত্থাপন করবেন এবং সরকার সংবিধানের তাগিদ ও আইনের অনুশাসন অনুযায়ী তাদের সব যৌক্তিক অধিকার নিশ্চিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিলসের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা, মহাসচিব নজরুল ইসলাম খান, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ।
এএসএস/এসএসএইচ