দরিদ্র পরিবারে সাঈদ খোকনের খাদ্যসামগ্রী বিতরণ
খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারের মাঝে পরিবারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর নাজিরাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাঈদ খোকনের বাবার স্মৃতি বিজরিত সংগঠন 'মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন'র উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল, অসহায় নিম্ন, দরিদ্র পরিবারের মাঝে মিনিকেট চাল ১০ কেজি, পোলাও চাল ২ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, সরিষার তৈল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, ঘি ১০০ গ্রাম, সেমাই ২০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ১টি, দুধ ২০০ গ্রাম, মসুরের ডাল ২ কেজিসহ প্রতি প্যাকেটে ২৭ কেজি ওজনের এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
খাদ্যসামগ্রী বিতরণের সহায়তা কার্যক্রমটি মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, সমন্বয়কারী আতিকুর রহমান স্বপন,মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, সালাহউদ্দিন আহমেদ তুহিন, শাহাদাত হোসেন মিকো, ফয়সাল শেখ, জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন প্রমুখ।
এএসএস/এইচকে