বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত
করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণে কঠিন পরিস্থিতি পার করছে ভারত
করোনা সংক্রমণে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন একটি টুইটে বাংলাদেশ সরকাকে ধন্যবাদ জানায়।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে ভারতের পাশে দাঁড়াতে চাওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো জানানোর পাশাপাশি টুইটে আরও লেখা হয়েছে, ভারতীয় হাইকমিশন বিশ্বাস করে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কোভিড-১৯ জয় করতে পারবে।
বিজ্ঞাপন
— India in Bangladesh (@ihcdhaka) April 29, 2021
বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতকে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় প্রাণ হারানো ভারতীয়দের জন্য গভীর দুঃখ ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের এই কঠিন সময়ে পাশে থেকে সহযোগিতা করতে চায়। ভারতের এই কঠিন সময়ে বাংলাদেশ ভারতীয়দের জন্য প্রার্থনা করছে।
বিজ্ঞাপন
করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণে কঠিন পরিস্থিতি পার করছে ভারত। গেল তিনদিন দেশটিতে প্রতিদিনই ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে।
এনএফ