মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিতব্য ‘এশিয়া প্যাসিফিক রিজনাল কনফারেন্স অন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট- ২০২৪’ এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে প্রতিমন্ত্রী ঢাকা ছাড়লেন। আগামী ২৮ মে মালয়েশিয়ার পেনাংয়ে এশিয়া প্যাসিফিক রিজনাল কনফারেন্স অন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট- ২০২৪ -এ বক্তব্য দেবেন তিনি। 

এ সম্মেলনে যোগ দিতে প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা. ফেরদৌসী বেগম এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোস্তাফিজার রহমান সফর সঙ্গী হয়েছেন। 

এসএইচআর/এমএসএ