আচরণবিধি লঙ্ঘন
এমপি নিক্সনের কাছে লিখিত জবাব চাইল ইসি
ষষ্ঠ উপজেলা ভোটে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ মে) বিকেল ৪টার মধ্যে এ সংসদ সদস্যকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্য হয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সদরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মো. শাহীনুল ইসলামের বিপক্ষে এ সংসদ সদস্যের বক্তব্য গণমাধ্যমেও প্রচার হয়েছে। ভাঙা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোখলেছুর রহমান এ সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা দিয়েছেন।
প্রাপ্ত নথি অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা ২৮ মে বিকেল ৪টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে বলে জানানো হয় নোটিশে।
এসআর/এসএসএইচ