ঈদের আগে পর্যটন শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং করোনায় কর্মহীনদের জন্য খাদ্য ও নগদ সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশন। 

শনিবার (১ মে) রাজধানীর তোপখানা রোডে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ থেকে পর্যটন কর্মীদের মর্যদা, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা ও কর্মপরিবেশ নিশ্চিত করার আন্দোলন শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৩৫ বছর আগে দৈনিক ৮ ঘণ্টা কাজের অধিকারের স্বীকৃতি অর্জিত হলেও আজকে আমাদেরও সেই অর্জিত অধিকার চুরি হয়ে গেছে। ১৩৫ বছর পরে আমরা দেখি, পর্যটন খাতে কর্মরত শ্রমিকদের কর্মঘণ্টা, মানসম্মত মজুরি, চাকরির নিরাপত্তা, সংগঠিত বা দরকষাকষির অধিকার কিংবা মর্যাদা কোনোটিই নেই। বিলাসবহুল হোটেলে বছরের পর বছর ধরে সার্ভিস দেওয়ার পরেও করোনা সংকটের সময় মুহূর্তেই চাকরি নেই, উপার্জন নেই, খাদ্য নেই।

পর্যটন শিল্পে শ্রম আইন প্রয়োগের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শ্রম দফতরের তদারকি না থাকায় সারা বছর কাজ করার পরও লকডাউনে বন্ধের অজুহাতে মালিকরা হোটেল শ্রমিক-পর্যটন শ্রমিকদের বেতন-বোনাস কিছুই দেয় না। ঈদের আগে পর্যটন শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য হোটেল মালিকদের প্রতি এবং করোনায় কর্মহীনদের প্রয়োজনীয় খাদ্য ও নগদ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ, সদস্য সচিব আহসান হাবিব বুলবুল, যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান লিপন প্রমুখ।

এমএইচএন/জেডএস