চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ মে) তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটহাজারী  থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা। তিনি বলেন, হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হাটহাজারী থানায় যে মামলা দায়ের করা হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারী থানায় ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাংচুরের  ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী  সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাখে চারদিন। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে, হাটহাজারী থানায় দায়ের করা দুই মামলায় হেফাজতের শিক্ষা ও সাহিত্য সম্পাদক হারুন ইজহারকে গ্রেফতার দেখানো হয়েছে। 

কেএম/এফআর