বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
'বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের খসড়াটি ২০২৩ সালের ২৩ অক্টোবর চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছিল। কিন্তু ওই মেয়াদে সংসদের শেষ অধিবেশনে তারা সেটি উপস্থাপন করতে পারেননি।
বিজ্ঞাপন
সে কারণে মন্ত্রণালয় থেকে আজকে আবার উপস্থাপন করা হয়েছিল। আগে যা ছিল সেটিই উপস্থাপন করা হয়েছিল। আজকে মন্ত্রিসভা সেটি আবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে, বলেন তিনি।
এছাড়া মন্ত্রিসভায় বৈঠকে 'জাতীয় জীবনিরাপত্তা নীতি, ২০১৪' এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ জীবনিরাপত্তা বিধিমালা ২০২২ আছে। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে বারবার বলা হচ্ছিল একটি নীতিমালা করার জন্য। সেই নীতিমালা করা হয়েছে।
এসএইচআর/জেডএস