পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত রোববারের (২ মে) বিক্ষোভ মিছিল ও মঙ্গলবারের (৪ মে) অবস্থান ধর্মঘট করোনার কারণে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক লীগ।
শনিবার (১ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন) ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।
বিজ্ঞাপন
বিবৃতিতে তারা বলেন, শ্রম আইন লঙ্ঘন করে চাঁদাবাজির নির্দেশিকা তৈরি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়নগুলো ১০ লাখ বাণিজ্যিক যানবাহন থেকে গাড়ি প্রতি ৫০ টাকা হারে দৈনিক পাঁচ কোটি টাকা আদায় করছে। এই টাকার পরিমাণ দাঁড়ায় মাসে ১৫০ কোটি ও বছরে এক হাজার ৮০০ কোটি টাকা। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ চলাকালে তারা আদায়কৃত অর্থ হতে পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান না দিয়ে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের নামে ‘কুমিরের মায়া কান্না’ করেছে।
তারা আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পরিবহন শ্রমিকদের নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে মূলত করোনাভাইরাসকে শ্রমজীবী মানুষের মধ্যে বিস্তার ঘটাতে যাচ্ছে। তাই, কর্মসূচি প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
এমএইচএন/এফআর