ঈদুল আজহা উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (সোমবার) বিক্রি করা হয়েছে ১৩ জুনের বিভিন্ন ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ঢাকা থেকে ২৯ হাজারের বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয়েছে ৫৭ হাজার ৫৬৮টি আসনের টিকিট।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মোট সাড়ে ৮ ঘণ্টায় সারা দেশে আন্তঃনগর ট্রেনের ৫৭ হাজার ৫৬৮টি আসনের টিকিট বিক্রি হয়েছে। শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ২৯ হাজার ২৩৩টি আসনের টিকিট বিক্রি হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল ৪ জুন বিক্রি করা হবে ১৪ জুনের টিকিট; ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট এবং ৬ জুন বিক্রি হবে ১৬ জুনের টিকিট।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ আসনের টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

/এমএইচএন/এমএ