খুলনার বানরগাতী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে ঘরে প্রবেশ করে অভিনব কায়দায় নারীদের সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বহুল আলোচিত এ ঘটনায় চক্রটির অন্যতম মূলহোতা আলী হোসেনসহ দুজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এসএসএইচ