ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর থেকে দেশের ভেতরে বিরোধী শিবির থেকে রাজনৈতিক কোনো চাপ দেখছে না আওয়ামী লীগ। দলটির টানা চতুর্থ দফার সরকার অনেকটা স্বস্তিতেই ছিল। কিন্তু হঠাৎ করেই রাজনীতির বাইরে আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্ষমতাসীনদের সেই স্বস্তি কিছুটা উদ্বেগে রূপ নিয়েছে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

নির্ভার সরকার হঠাৎ আজিজ-বেনজীরকে নিয়ে বেকায়দায়

দুটি বাহিনীর শীর্ষ পদে থাকার সময় তাঁদের দুজনের বিরুদ্ধেই ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি তাঁর ভাইয়ের ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে প্রভাব খাটিয়েছেন। আর সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের আয়বহির্ভূত বিপুল সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে।

কালবেলা

১৮০ বিঘা জমিতে বেনজীর ও স্বাস্থ্যের মিঠুর দুই খামার

ব্যাংক, পুঁজিবাজারে বিনিয়োগসহ ঢাকায় বিপুল সম্পদ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শত শত বিঘা জমির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ।

স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে সঙ্গে নিয়ে দুটি মুরগির খামার গড়ে তুলেছেন বেনজীর আহমেদ। এসব খামারের জন্য উল্লেখযোগ্য পরিমাণ জমি দখল করা হয়। কোনো কোনো ক্ষেত্রে নামমাত্র মূল্যে কৃষকের কাছ থেকে জোর করে জমি কেনা হয়। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের দৌলতপুর উপজেলায় প্রায় ৯০ বিঘা জমির ওপর ‘নর্থস এগ লিমিটেড’ এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৯০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে ‘নর্থস চিকস লিমিটেড’।

সমকাল

বেনজীরের সম্পদ বৈধ করার সুযোগ নেই

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এ সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের কারণ ব্যাখ্যায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনেকে আছেন যারা আয় করেছেন, কিন্তু কোনো কারণে আয়কর রিটার্নে দেখানো হয়নি। অডিট-সংক্রান্ত ঝামেলায় পড়েছেন এমন বৈধ আয়ের অনেক ব্যবসায়ী সমস্যায় রয়েছেন। অডিটের কারণে কিছু সম্পদ দেখাতে পারছেন না। এসব কারণে এই প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে। সেখানে যে সিদ্ধান্ত হবে, তাই কার্যকর হবে।’

ইত্তেফাক

১৫ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন কি বেনজীর?

আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধপথে অর্জিত সম্পদকে বৈধ করার বিধান রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মতো ব্যক্তিরা, যারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন, তারাও এ সুযোগের সুবিধাভোগী হতে পারবেন কি না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বেনজীর তার অভিযুক্ত অবৈধ সম্পদ সাদা করার সুবিধা পাবেন না।

বণিক বার্তা

মে মাসে তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলেও রিজার্ভের ক্ষয় থামেনি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমুন্নত করতে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে দুই বছর ধরে। আমদানি নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি গ্রহণের পাশাপাশি রেমিট্যান্সের প্রবাহ বাড়াতেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

সর্বশেষ গত মে মাসে দেশে রেমিট্যান্স বেড়ে কভিড-পরবর্তী সময়ে (তিন বছরেরও বেশি সময়ের মধ্যে) সর্বোচ্চে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে। এ সময় প্রবাসীরা দেশে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ২২৫ কোটি ৩৯ লাখ ডলার। রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় এখনো অব্যাহত রয়েছে।

কালের কণ্ঠ

সংকট সমাধানে কোনো বিশেষ উদ্যোগ নেই

বাজেটে মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তাতে সাধারণ মানুষের তেমন কোনো সুবিধা হবে না। কারণ মূল্যস্তর অনেক বেশি বেড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও যথেষ্ট নয়। বরং বাজেটে নেওয়া কিছু উদ্যোগ মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। সুতরাং এই বাজেট দিয়ে চলমান সংকট মোকাবেলা সম্ভব নয়। 

এছাড়া ‘মানবতা ব্যবসা’, পরেন আড়াই কোটি টাকার ঘড়ি; অপেক্ষা করুন, মূল্যস্ফীতি কমবে ছয় মাস পর; কেটেছে ২২ বছর, বুয়েট ছাত্রী সনি হত্যার প্রধান দুই আসামি এখনো পলাতক—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।