নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের যুবক শেখ আনিসুর রহমানকে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১০ জুন) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল রাজধানীর শাহবাগ এলাকা হতে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, মঙ্গলবার (১১ জুন) সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ মে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া চর কান্দিপাড়া গ্রামে আনিসুর রহমানকে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আনিস ওই এলাকার মোশারফ শেখের ছেলে।

নড়াগাতি থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আনিস শেখ বাড়ি থেকে পার্শ্ববর্তী ইটভাটা এলাকায় ঘুরতে যান। সেখানে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে দু’পায়ের রগ কেটে দেয়। 

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আনিসকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জেইউ/কেএ