রামপুরায় ভিকারুননিসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় ফাতিমা আহমেদ সান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। ফাতিমা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (১০ জুন) রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ফাতিমা জামালপুরের মাদারগঞ্জ থানার মোসলেমাবাদ গ্রামের ফারুক আহমেদের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে রামপুরায় ভাড়া বাসায় থাকতো। দুই বোনের মধ্যে ফাতিমা ছোট।
ফাতিমার বাবা ফারুক আহমেদের দাবি, পারিবারিক কলহের জেরে আজ বিকেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ফাতিমা। পরে ঝুলন্ত অবস্থা থেকে সে ফ্লোরে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় ফাতিমা আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/কেএ