হাটহাজারীতে আরও দুই হেফাজত নেতা গ্রেফতার
হাটহাজারীর পৌর হেফাজত নেতা মাওলানা মো. আরিফ ও মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৪ মে) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া মো. আরিফ হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মাওলানা তাজুল ইসলাম হাটহাজারী উপজেলা হেফাজতের সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক ছিলেন।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা বলেন, হেফাজতের তাণ্ডবের ঘটনায় হাটহাজারী থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। এছাড়া আরও যেসব ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যাবে সেসব মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হবে।
বিজ্ঞাপন
২৬ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানা ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী সড়কে চারদিন গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কেএম/ওএফ/জেএস