পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

দেশের মানুষকে যত ধরনের সহায়তা করা যায়, তার সবই করছে শেখ হাসিনার সরকার। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার কাউকেই গৃহহীন রাখবে না। সবাইকে গৃহ নির্মাণ করে দিচ্ছে।

মঙ্গলবার (৪ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকের খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি ভালো আছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সংগঠন ও বিত্তবান মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে হবে।

তিনি মহামারি মোকাবিলায় নিয়মিত হাত ধোয়া, বাড়ির বাইরে সবাইকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এ সময় যুক্ত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ইউকে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন, সভাপতি রেজাউল ইসলাম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারকে চাল, ডাল, আলু, তেল সেমাইসহ এক হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এমএইচএন/এমএইচএস