ডিএনসিসির অভিযান : পাঁচ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করা, স্বাস্থ্যবিধি না মানাসহ মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (৪ মে) ডিএনসিসি এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি মামলায় মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি জানান, মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মো. রিফাত ফেরদৌস এবং পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় সর্বমোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় বলেও জানান আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
এএসএস/এমএইচএস