ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের জন্য উপকমিটি গঠন করেছে সংস্থাটি। করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এই উপকমিটি গঠন করা হয়।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে যথোপযুক্ত নামকরণসহ খসড়া নীতিমালা প্রণয়ন করে সচিবের কাছে উপস্থাপন করতে হবে। এছাড়া এ উপকমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট ( পরামর্শের জন্য এক বা একাধিক ব্যক্তিকে নির্বাচন ) করতে পারবে।

জানা গেছে, করপোরেশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতার নীতিমালা বিষয়ক কমিটিতে রাখা হয়েছে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী সচিবকে।

সরকারি বিধিবিধান মতে, করপোরেশনের অবসর গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণ ও অন্যান্য সুবিধা প্রদান সংক্রান্ত নীতিমালা কমিটিতে রয়েছেন নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী (পুর)। করপোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বাসা বরাদ্দ নীতিমালার কমিটিতে রয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী (পুর)।

এছাড়া কর্পোরেশনের অকেজো ব্যবহার অনুপযোগী, পরিত্যক্ত মালামাল নিলাম নীতিমালা কমিটিতে আছেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল ১ এর নির্বাহী প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সম্পত্তি কর্মকর্তা।

বিভাগীয় প্রধান, শাখা প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের অনুকূলে জরুরি প্রয়োজনে অগ্রিম বরাদ্দকৃত টাকা খরচের জন্য পুনঃভরণ নীতিমালা কমিটিতে রয়েছেন, অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

অনস্ট্রিট কার পার্কিং নীতিমালা কমিটিতে আছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী। পাশাপাশি করপোরেশনের অফিস আসবাবপত্র ব্যবহার সংক্রান্ত নীতিমালার কমিটিতে আছেন প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং অঞ্চল ১ এর নির্বাহী  প্রকৌশলী।

এই উপকমিটিকে ১৫ দিনের মধ্যে যথোপযুক্ত নামকরণসহ খসড়া নীতিমালা প্রণয়ন করে সচিবের কাছে উপস্থাপন করতে হবে।

এএসএস/এসকেডি