নির্বাচনের আগে পক্ষ থাকলেও এখন সবাই আমার : মোতালেব
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেছেন, নির্বাচনের আগে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় দুটি পক্ষ থাকলেও এখন কোনো পক্ষ নেই। এখন দুই পক্ষের সবাই আমার লোক।
সোমবার (১৫ জুলাই) সাতকানিয়ার চরতী ইউনিয়নের এলাকায় এক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এম এ মোতালেব বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন করেছেন। এই নির্বাচনে দুই উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আমার এই দুই উপজেলাবাসীর। তাদের জন্য আমি এ জয় উৎসর্গ করলাম। নির্বাচন পর্যন্ত দুটি পক্ষ ছিল। এখন কোনো পক্ষ নেই।
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চাই। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং সেসব প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমি উন্নয়ন করতে চাই। আপনাদের ধৈর্য ধারণ করে আমাকে সহযোগিতা করতে হবে। যে উন্নয়ন চরতীতে হবে, ঠিক একই উন্নয়ন চুনতীতে হবে। আমি সুষম উন্নয়নে বিশ্বাসী। কোনো এলাকার প্রতি আমি বিমাতাসুলভ আচরণ করব না।
বিজ্ঞাপন
চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন এবং দক্ষিণ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন।
এমআর/এমএ