মার্কেট, শপিংমল ও বিপণিবিতানগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা সরেজমিনে পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে অভিযানে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৫ মে) বিকেলে গুলশান নগরভবন থেকে অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের নিয়ে আকস্মিকভাবে গুলশান ১ নম্বরে অবস্থিত গুলশান শপিং সেন্টারে আসেন তিনি।

মার্কেট পরিদর্শন করে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করেন ডিএনসিসি মেয়র। এরপর তিনি গুলশান শপিং সেন্টারের এম এম ট্রেডিং সেন্টারের সামনে এলে দেখতে পান একজন ক্রেতা সেখানে মাস্ক না পরে দোকানে অবস্থান করছেন। এসময় তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতে বলেন। ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে পাঁচশ টাকা জরিমানা করেন এবং দোকানটি সাময়িক বন্ধ করে দেন। পরে একই কারণে একইভাবে গুলশান হার্ডওয়ারও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

এর আগে, গত সোমবার (৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বুধবার থেকে আমি নিজে মার্কেটে যাব। যদি দেখি দোকানে মাস্ক ব্যবহার করছেন, স্বাস্থ্য বিধি মানছেন তাহলে সেই দোকান খোলা থাকবে। অন্যথায় আমরা সেই দোকান বন্ধ করে দেব। আমি বলবো না কোন এলাকায় যাব। 

এএসএস/আরএইচ