বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। রাজধানীর আইডিয়াল কলেজের ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। 

এসময় ঘটনাস্থলে পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি ছাড়াও আনা হয়েছে সাঁজোয়া যান।

এর আগে ১৭ জুলাই রাত পৌনে ৮টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।

এসএইচআর/এমএসএ