পুলিশের ওপর হামলা : বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা করা হয় এমন অভিযোগে এ মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুলাই) পল্টন থানার এসআই আলাউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি মনির হোসেন মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জেইউ/এসকেডি