লিবিয়ান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের বৈঠক
লিবিয়ান পাসপোর্ট, ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাফেয়ার্স অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ আবদুল্লাহ মুরাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
সম্প্রতি লিবিয়ান পাসপোর্ট, ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাফেয়ার্স অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
গত ২১ জুলাই অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত জানান, বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক সুনামের সঙ্গে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। তিনি লিবিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট, ট্রাভেল পারমিট ও বৈধ কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি লিবিয়ায় কর্মরত বাংলাদেশিদের ভিসা (আকামা), বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) এবং আইওএম এর তত্ত্বাবধানে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশি অভিবাসীদের বহির্গমন অনুমতির বিষয়ে আলোচনা করেন।
লিবিয়ায় মানবপাচারের শিকার ও বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পক্ষে বহির্গমন ভিসার জন্য ট্যাক্স ও জরিমানা প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা দুরূহ বলে জানান রাষ্ট্রদূত। এই বিষয়ে তিনি বহির্গমন ভিসার ট্যাক্স ও জরিমানা মওকুফ এবং প্রক্রিয়া সহজীকরণের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান।
বিজ্ঞাপন
এছাড়া রাষ্ট্রদূত অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রচেষ্টা মহাপরিচালককে অবহিত করেন এবং লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি দুষ্কৃতিকারীদের আটকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
পক্ষান্তরে মহাপরিচালক লিবিয়ার কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় বৈধভাবে আগমন এবং বর্তমানে কর্মরত কর্মীদের আকামা প্রাপ্তিতে কোন বাধা নেই বলে জানান।
এছাড়া লিবিয়ায় অনিয়মিতভাবে কর্মরত কর্মীদের ওয়ার্ক পারমিট লাভের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে মহাপরিচালক জানান।
মহাপরিচালক আরও জানান, স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক অনিয়মিত অভিবাসীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনের ট্যাক্স ও জরিমানা ইতোমধ্যে মওকুফ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিবাসীরা শুধুমাত্র একমাসের জরিমানা প্রদান সাপেক্ষে খুরুজ নিহায়ী অর্জন করতে পারবে বলে তিনি জানান।
বৈঠকে উভয় পক্ষ লিবিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এবং বিভিন্ন জটিলতা নিরসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
এনআই/এসএম