শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মহিলা পরিষদ। এই আন্দোলন ঘিরে বর্তমান পরিস্থিতিকে সংকটজনক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ জুলাই) মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরিস্থিতিতে যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে, সেজন্য সরকার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বর্তমান সংকট নিরসনে বাংলাদেশ মহিলা পরিষদ আহ্বান জানায়। 

একই সঙ্গে দ্রুত এই সংকটময় পরিস্থিতির অবসান ঘটানোর লক্ষ্যে ব্যাপকহারে ছাত্র হয়রানি বন্ধ করে স্বাভাবিক শিক্ষাজীবন এবং জনজীবন ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় মহিলা পরিষদ।

জেইউ/কেএ