ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন সংগঠনের নেতারা। এ সময় তারা করোনাকালে ঝুঁকিভাতা, খাদ্য, রেশন ও বিনামূল্যে চিকিৎসা দেওয়ার দাবিও তুলে ধরেন।
বৃহস্পতিবার (৬ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি তুলে ধরেন। এ সময়ে বক্তারা দেশের গার্মেন্টসকর্মীদের ওপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
বিজ্ঞাপন
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি ও করপোরেট চাকরিজীবীদের ঠিকই সবধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের শুধু ব্যবহার করা হয়। তাদের পক্ষে কোনোভাবেই মালিকপক্ষ কাজ করে না। অথচ এই শ্রমিকদের কায়িক পরিশ্রমেই শত শত কোটি টাকার মালিক হচ্ছেন তারা।
গার্মেন্টস শ্রমিকদের অতিরিক্ত পরিশ্রম করিয়ে নিলেও তাদের মূল্যায়ন করা হচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, ঈদ এলেই গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক পক্ষ। অনেক শ্রমিকেরা তাদের ঠিকমতো বেতন ভাতা ও বোনাস পান না। তাদের দিয়ে পরিশ্রম করিয়ে নিয়ে পারিশ্রমিক দিতে কিসের কষ্ট হয় মালিকপক্ষের?
বিজ্ঞাপন
মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি শহিদুল ইসলাম সবুজ সভাপতিত্ব করেন। তিনি বলেন, আমাদের দাবি একটাই দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক।
মানববন্ধনে আরও বলা হয়, দেশে মহামারি সময় যাচ্ছে। পাশের দেশ ভারতে বিপুল মানুষ মারা যাচ্ছে। এই করোনা মহামারির মধ্যে সরকার যখন সাধারণ ছুটি ঘোষণা করেছে, অনেকেই নিরাপদে অবস্থান করছে। কিন্তু গার্মেন্টস খোলা। শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তাদের পাওনা ঠিকমতো কেন বুঝিয়ে দেয়া হচ্ছে না। তাদের ন্যায্য ছুটিও দেওয়া হয় না।
তারা বলেন, উৎপাদন চলছে। শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। ঈদের ছুটি উপলক্ষে প্রতিনিয়ত তাদের পরিশ্রমের মধ্যে রাখা হয়। ওভারটাইম করানো হয়। কিন্তু শ্রমিকদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে না।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের নেতা প্রকাশ দত্তসহ অনেকে।
একে/এফআর