রাজধানীর মতিঝিল এলাকার বঙ্গভবনের পশ্চিম পাশের সড়ক থেকে অজ্ঞাত (আনুমানিক ৪০) এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর ঢাকা পোস্টকে বলেন, খবর পাই বঙ্গভবনের পশ্চিম সড়কে এক রিকশাচালক পড়ে আছেন। পাশেই রিকশা রেখে হয়ত অজ্ঞান হয়ে গেছেন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আনার পর ডাক্তার জানান, তিনি আগেই মারা গেছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত এক রিকশাচালককে মতিঝিল থানা পুলিশ ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এএইচএস