সমবায় ব্যাংকের সাবেক এজিএমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের বরখাস্ত হওয়া সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান আদালতে চার্জশিট দাখিল করবেন।
বিজ্ঞাপন
সংস্থাটির ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত বছরের ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেছিল দুদক।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মোহাম্মদ নুরুল ইসলাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নাম ৫৬ লাখ ১৯ হাজার ২০৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৮০৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে দুদকের তদন্তে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরএম/এসএম