দেশে ফের চালু হচ্ছে ভিসা সেবা দেওয়া ভিএফএস গ্লোবাল (বাংলাদেশ) লিমিটেডের কার্যক্রম। জরুরি পরিষেবা হিসেবে বিবেচনা করে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক দ্রুত এটি চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৬ মে) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। মোমেন জানান, আগামী রবি বা সোমবার এ সংস্থা কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, ইতালি প্রভৃতি দেশ ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা সেবা দিয়ে থাকে। তবে করোনাকালে এ সেবা বন্ধ ছিল।

এনআই/এফআর