‘এই মামা পেয়ারা লন ফ্রি’
চলমান কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছেন লাখো শিক্ষার্থী-অভিভাবক-দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ।
এ আন্দোলনে বিক্ষোভকারীদের ডেকে ফ্রিতে পেয়ারা ও আমড়া বিতরণ করছেন সুমন মিয়া নামের এক ফল বিক্রেতা। অপরদিকে নুর নাহার নামে আরেক নারী ফ্রিতে পানি বিতরণ করছেন।
বিজ্ঞাপন
শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্র জনতার মিছিলে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে সুমন মিয়া বলেন, সবসময় তো ব্যবসা করি। আজ সব আমড়া, পেয়ারা ফ্রিতে দিচ্ছি। ছাত্ররা দেশের জন্য জীবন দিচ্ছে, আর আমি পেয়ারা দিতে পারবো না তা তো হয় না।
শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করা নুর নাহার বলেন, আমি রাস্তায় ঘুরে পানি বিক্রি করি। আমার বিক্রি করা পানি বিলিয়ে দিয়েছি আজ। আরেক ভাই আরও কিছু পানি কিনে দিয়েছেন। সেসবও ফ্রিতে বিতরণ করছি।
এর আগে বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিলে মিছিলে লাখো শিক্ষার্থী একত্রিত হন। এদিকে শিক্ষার্থীদের এ সমাবেশে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমএম/পিএইচ