শনির আখড়ার সড়কে আন্দোলনকারীরা, বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা ও শনির আখড়ার সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শনিবারও একই স্থানে অবস্থান নিয়েছিলেন তারা।
রোববার (৩ আগস্ট) দুপুর থেকে আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন।
বিজ্ঞাপন
সরেজমিন দেখা যায়, অবরোধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সকাল থেকেই শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হতে থাকেন। বর্তমানে এ মহাসড়ক দিয়ে ঢাকায় কোনো গাড়ি ঢুকছে না, বেরও হচ্ছে না। সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘ফোরজি সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।
এসএইচআর/জেডএস