রাজধানীর ফার্মগেট-কারওয়ানবাজারে দিনভর হামলায় নিহত ৩ আন্দোলনকারীরা লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে তাদের নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। 

রোববার (৪ জুলাই) বিকেল সোয়া ৬টায় আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন। 

এ সময় তারা, ‘আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে’, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচিনা’, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, সারাদেশে আমাদের ভাইদের ওপর হামলা করেছে। আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে। ঢাকায়ও আমাদের অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে। এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না। 

কেএইচ/এসকেডি