খিলগাঁওয়ে চলছে যানবাহন, মানুষের মনে চাপা আতঙ্ক
স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। রাজধানীর রাস্তায় বা গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও নেই ট্রাফিক পুলিশ। এমন পরিস্থিতিতে রাজধানীর বাসাবো-খিলগাঁও এলাকাতে যানবাহন চলাচল করলেও অনেকের মনেই রয়েছে চাপা আতঙ্ক।
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর বাসাবো-খিলগাঁও এলাকা ঘুরে ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, ট্রাফিকের নিয়ন্ত্রণ না থাকায় বাসাবো-খিলগাঁওয়ের প্রধান সড়কে চলছে ইঞ্জিন চালিত রিকশা ও ইজি বাইক। তবে অন্য সময়ের তুলনায় রাস্তায় এখন যানবাহনের পরিমাণ অনেকটা কম। পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকেই আবার পায়ে হেঁটেও অফিসে যাচ্ছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পল্টনগামী এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আলী রাজ্জাক বলেন, গতকাল রাত থেকেই আতঙ্কে আছি। কি হয় কি না হয় এ নিয়ে দুশ্চিন্তায় আছি। চারপাশ থেকে খারাপ সংবাদ আসছে। মৃত্যু-লুট এসব নিয়ে অনিরাপত্তা বোধ করছি।
আরেক পথচারী ইদ্রিস মিয়া বলেন, সবকিছু স্থিতিশীল হোক। এখনো আতঙ্কে আছি। কি হয় বুঝতেছি না। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা উচিত।
এমএম/এমএ