গ্রামীণ ব্যাংকের দেয়ালে ড. ইউনূসের ছবি সম্বলিত ব্যানার স্থাপন
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের দেয়ালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি টানালেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) মিরপুরের কার্যালয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাতার ছবি টানানো হয়। এ সময় বেশকিছু কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
বিজ্ঞাপন
ড. ইউনূসের প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসার গ্রামীণ প্রতিষ্ঠানগুলো কোম্পানি আইন-১৯৯৪ এর অধীনে নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি। তিনি ব্যাংকটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন।
গ্রামীণ ব্যাংক একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত সামাজিক উন্নয়ন ব্যাংক। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার ৯৮ শতাংশ। ২০০৬ সালে দারিদ্র বিমোচনে অবদান রাখায় গ্রামীণ ব্যাংক এবং মুহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর তাকে ঘিরে নানা আলোচনা রয়েছে। এরই মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরএম/কেএ